রাজ্য সফরে এলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় মহামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় মহামন্ত্রী  সোমবার রাজ্যে আসেন৷ এদিন আগরতলা বীর বিক্রম মেমোরিয়াল এয়ারপোর্টে  তাঁকে  স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রাজ্য সম্পাদক সঞ্জিত সাহা , রাজ্য সভাপতি অখিল ভারতের বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা৷ আগরতলা এয়ারপোর্ট থেকে বাইক যা লী করে আগরতলা শহরে পরিক্রম করে৷   ৪ দিনের  রাজ্য সফরে আসেন তিনি৷ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় মহামন্ত্রী  জানান ত্রিপুরার সংগঠনের বিস্তার এবং সমস্যা গুলির সমাধানের জন্য তার এই রাজ্য সফর৷ একই সঙ্গে সংগঠনের কার্যকরতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি৷ এ বি ভি পি- আগামী দিনে কোন দিশায় কাজ করবে তা নির্ধারণ করে দিতে মার্গ দর্শন করা হবে৷ তবে এ বি ভি পি-র কাজের পরিণাম হিসাবে একসময় এই রাজ্যে যেখানে দেশ বিরোধীদের দৌরাত্ম্য ছিল, এখন সেখানে ভারত মাতার জয় ধবনি শোনা যায় বলে জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *