ভোপাল, ২৭ মার্চ (হি.স.): মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পার্ক থেকে আনা হল ১৯টি হরিণ। সেই হরিণগুলি ছেড়ে দেওয়া হল বান্ধবগড় টাইগার রিজার্ভে। রবিবার, ২৬ মার্চ বান্ধবগড় টাইগার রিজার্ভের মগধি জোনে ছাড়া হয় মোট ১৯টি হরিণকে। এই ১৯টি হরিণের মধ্যে ১১টি পুরুষ ও ৮টি মেয়ে হরিণ। বান্ধবগড় টাইগার রিজার্ভ মোট ১০০টি হরিণ ছাড়ার লক্ষ্য নেওয়া হয়েছে।
সোমবার সকালে বান্ধবগড় টাইগার রিজার্ভ-এর কর্তা সুধীর মিশ্র বলেছেন, আমাদের ১০০টি হরিণ আনার অনুমতি দিয়েছে কেন্দ্র৷ এর মধ্যে ১৯টি হরিণ রবিবার ছাড়া হয়েছে, ১৯টি হরিণের মধ্যে ১১টি পুরুষ ও ৮টি মেয়ে হরিণ। আমরা এখানে একটি এনক্লোজার তৈরি করেছি, সেটি অমাংসাশী। কোনও মাংসাশী প্রাণী ভিতরে যেতে পারবে না। আমাদের হাতিও আছে এবং হাতিরা যাতে এনক্লোজারের ক্ষতি না করে সে জন্য আমরা ব্যবস্থা করেছি।