নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.) : রবিবার মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১০০তম পর্বের জন্য জনগণের পরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, তাদের পরামর্শগুলি ৩০ এপ্রিল মন কি বাতের শততম পর্বটিকে স্মরণীয় করে তুলবে।
এদিন মন কি বাত-এর ৯৯তম পর্বে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নার্ভাস নাইন্টিন’কে ক্রিকেটে খুব কঠিন পর্যায় বলে মনে করা হয়। কিন্তু, ভারতের মানুষের মন যেখানে উদ্বিগ্ন, সেখানে অনুপ্রেরণা অন্য কিছু।
মন কি বাত-এর ৯৯ তম পর্বে, প্রধানমন্ত্রী মোদী অঙ্গ দাতাদের আত্মীয়দের সাথে কথা বলেছেন। এই সময় তিনি অমৃতসর থেকে সুখবীর এবং সুপ্রীতের সাথে কথা বলেন, যার কন্যা দেশের সর্বকনিষ্ঠ অঙ্গ দাতা হয়েছেন। জন্মের ৩৯ দিন পরে মেয়েটি মারা যায়।