গুয়াহাটি, ২৬ মার্চ (হি.স.) : অসমের বীর সেনানি লাচিত বরফুকনের ওপর দৃষ্টান্ত-সংখ্যক রচনা লিখে অসমের মাথায় জুটেছে বিশ্ব শিরোপা। এজন্য সন্তোষ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ রবিবার ‘মন-কি বাত’-এর ৯৯-তম সম্প্রচারে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী অসমের অন্যতম এক সাফল্যের প্রসঙ্গ উল্লেখ করে অসম সরকারের এই প্ৰচেষ্টার প্ৰশংসা করেছেন। অসমের সঙ্গে জড়িত একটি খবর বৰ্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, এটা ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর মনোভাবকে আরও মজবুত করবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এবার আমরা বীর লাচিত বরফুকনের ৪০০-তম জন্মজয়ন্তী উদযাপন করেছি। সাহসী লাচিত বরফুকন অত্যাচারী মোঘলদের আগ্রাসন থেকে গুয়াহাটিকে মুক্ত করেছিলেন। আজ এই মহান যোদ্ধার অদম্য সাহসের কথা গোটা দেশে পরিচিতি লাভ করেছে।’
তিনি বলেন, কয়েকদিন আগে লাচিত বরফুকনের জীবন-আধারে রচনা লেখা অভিযান শুরু হয়েছিল। জনগণ শুনে বিস্মিত হবেন, প্ৰায় ৪৫ লক্ষ মানুষ লাচিতের ওপর রচনা লিখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলেন। মানুষ এ কথা শুনে আরও আনন্দিত হবেন যে, এখন ওই সব রচনা লিখে গিনিজের শংসাপত্র লাভ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন সংশ্লিষ্টরা।
প্ৰধানমন্ত্ৰী মোদী বলেন, সব চেয়ে বড় কথা এবং অতি সুখের বিষয়, বীর লাচিত বরফুকনের ওপর ওই সব রচনাগুলি প্ৰায় ২৩টি ভিন্ন ভাষায় লেখা হয়েছে। অসমিয়া ভাষা ছাড়াও হিন্দি, ইংরেজি, বাংলা, বড়ো, নেপালি, সংস্কৃত, সাঁওতালি ইত্যাদি ২৩টি ভাষায় রচনা লিখে পাঠানো হয়েছিল। এই প্ৰচেষ্টার অংশীদারী প্ৰত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী।

