পথ দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ আগরতলা দূরদর্শন কেন্দ্রে কর্মরত সাংবাদিক ধ্রুব রঞ্জন সেন রবিবার আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে বাগমা বাজারে পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন৷ তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ রবিবার সকালে আগরতলা দূরদর্শন কেন্দ্রের সাংবাদিক তথা ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি ধ্রুব রঞ্জন সেন বাগমায় পথ দুর্ঘটনায় গুরুতর অভাবে আহত হয়েছেন৷ জানা যায় রবিবার সকালে একটি প্রোগ্রাম কভার করার জন্য তিনি আগরতলা থেকে উদয়পুরের উদ্দেশ্যে রওনা হন৷ উদয়পুরের বাগমা বাজারে নেমে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাইক এসে তাকে সহযোগে ধাক্কা মারে৷ তাতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন তিনি৷ সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ দুর্ঘটনায় তার বাঁ পা ভেঙ্গে গেছে৷ গোমতি জেলা হাসপাতালে তার মাথায় সিটি স্ক্যান করা হয়৷ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷  বাগমা ফাড়ির পুলিশ বাইকটি আটক করেছে৷  দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই উদয়পুর থেকে সাংবাদিকরা জেলা হাসপাতালে ছুটে যান৷ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অভিযুক্ত বাইক চালকের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবী জানিয়েছে৷ পাশাপাশি সংগঠনের সভাপতি দ্রব্য রঞ্জন সেনের দ্রুত সুস্থতা কামনা করেছে সংগঠন৷