কলকাতা, ২৬ মার্চ (হি.স.) : টলিউড-দুর্নীতিযোগ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় । ঘাটালের তৃণমূল সাংসদ দেব (দীপক অধিকারী), তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা অভিনেত্রী সায়নী ঘোষ এবং অভিনেতা বনি সেনগুপ্তের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছেন খড়গপুর সদরের বিধায়ক হিরণ। দেবকে বিঁধে তাঁর বক্তব্য, এনামুল হকের কাছ থেকে পাঁচ কোটি টাকা নিয়েছিলেন। তাঁর কথায় বাচ্চা ছেলে বনিও দুর্নীতিগ্রস্ত। তিনি বলেন, টলিউডের ৯৯ শতাংশ প্রডিউসর, ডিরেক্টর অভিনেতারা কোনও না কোনওভাবে পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে চোরেদের সরকারের সঙ্গে যুক্ত।
এনিয়ে হিরণকে পাল্টা দিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, ‘উনি তো বিজেপিতে আছেন। কাদা ছুড়ছেন কেন? সিবিআই-ইডিকে চিঠি পাঠান।’ কুণালের সংযোজন,’হিরণের তো সবার আগে শুভেন্দুর কথা বলা দরকার। যিনি নিজেই স্বীকার করেছেন নারদ-কাণ্ডের কথা।’
এর পাল্টা দিয়েছেন অভিনেত্রী তথা যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। তিনি বলেন, “হিরণও যা বলছে হয়তো না জেনে বলছে। এরজন্য যা পদক্ষেপ করার করব। রাজনীতি বা অভিনয় কোনও জায়গাই হিরণের আর গ্রহণযোগত্যা নেই। তাই খবরে থাকতে এসব বলছে। আর দেবকে নিয়ে যা বলছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
এ বিষয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “হিরণ মনকষ্টে রয়েছেন। হিরণ বারাবর তৃণমূলে আসতে চেয়েছিল। তবে যা শর্ত দিয়েছিল আমাদের দল তা মানেনি। ও নিজেই জানে না কতদিন বিজেপিতে থাকবে। ওর কথায় গুরুত্ব দেওয়ার কোনও কারণ নেই।”
এদিনের মন্তব্যের প্রেক্ষিতে অবশ্য দেবের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

