নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদ জানিয়ে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে ধর্না সংগঠিত করা হয়৷ উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা সহ অন্যানরা৷ গনধর্না কর্মসূচিতে কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়৷ প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হয়েছে৷ দেশের গণতান্ত্রিক শক্তিকে পরাজিত করতে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে৷ রাহুল গান্ধীর গণতান্ত্রিক প্রতিবাদকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷ দেশের সরকারের দুর্নীতি নিয়ে সংসদে কথা বলতে চেয়েছিলেন রাহুল গান্ধী৷ তাই তাকে থামিয়ে দেওয়ার জন্য তার সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে৷ এ নিয়ে রবিবার দেশ ব্যাপী জাতীয় কংগ্রেস সত্যাগ্রহ আন্দোলনে সামিল হয়েছে৷ সর্বভারতীয় আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য ও কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ বিক্ষোভ এবং সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করা হয়৷ অবিলম্বে রাহুল গান্ধীকে সাংসদ পথ ফিরিয়ে দিয়ে উপযুক্ত সম্মান প্রদর্শন না করা হলে কংগ্রেস দল দেশব্যাপী আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে জানিয়েছেন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা৷ অভিযোগ করেন রাহুল গান্ধীকে যেভাবে অগণতান্ত্রিক উপায়ে মিথ্যা মামলায় জড়িয়ে সাংসদ পথ খারিজ করা হয়েছে তা কোনভাবেই দেশের গণতন্ত্র প্রিয় জনগণ মেনে নেবেন না৷ এর প্রতিবাদে দেশের সব কটি বিরোধী দল ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামে শামিল হবেন বলে অধীনে উল্লেখ করেন৷
2023-03-26

