বাসন্তী, ২৫ মার্চ (হি. স.) : দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর জখম হলেন দুই বাইক আরোহী। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বাসন্তীর সুকান্ত কলেজের সামনে বাসন্তী রাজ্য সড়কের উপরে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন হ্যাপি মোল্লা ও সুবিদ আলি মোল্লা। স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছেন। তবে দুজনের অবস্থাই আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশানাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, গোসাবার পাঠানখালির বাসিন্দা সুবিদ আলি বাইকে করে ক্যানিংয়ে আসছিলেন, আর ভাঙনখালির বাসিন্দা হ্যাপি বাসন্তীর দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুজনের বাইকের গতিই অনেকক্ষানি ছিল বলে দাবি স্থানীয়দের। তাঁরাই তড়িঘড়ি জখম দুই বাইক আরোহীকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।

