তপন স্মৃতি নকআউট ফাইনালে স্ফুলিঙ্গ ও কসমোপলিটনের লড়াই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ।।অঘটন ঘটালো কসমোপলিটন ক্লাব। হট ফেভারিট ইউনাটেড ফ্রেন্ডসকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো কসমোপলিটন। খেতাবি নির্ণায়ক ম্যাচে কসমোপলিটন ক্লাব খেলবে স্ফুলিঙ্গ ক্লাবের বিরুদ্ধে। তপন স্মৃতি নকআউট ক্রিকেট প্রতিযোগিতার। ২৭ মার্চ হবে ফাইনাল ম্যাচটি। শনিবার এম বি বি স্টেডিয়ামে কসমোপলিটন ২ উইকেটে পরাজিত করে ইউনাটেড ফ্রেন্ডসকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ইউনাটেড ফ্রেন্ডসকে ব্যাট করার আমন্ত্রণ জানান কসমোপলিটনের অধিনায়ক। দীপক ক্ষত্রীর দুরন্ত অর্ধশতরানে ইউনাটেড ফ্রেন্ডস ১৩৩ রান করতে সক্ষম হয়। দীপক ৩৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৭ রান করেন। এছাড়া দলের পক্ষে সেন্টু সরকার ৬৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান ২২ গজে কসমোপলিটনের বোলারদের সামনে মাথা তুলে দাড়াতে পারেননি। কসমোপলিটনের পক্ষে দেবপ্রসাদ সিনহা (‌৫/‌২৭) এবং পল্লব দাস (‌৩/‌২৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে ‌‌৩৩.‌২ ওভারে ৮ উইকেট হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কসমোপলিটন। একসময় ইউনাটেড ফ্রেন্ডসের বোলাররা কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। দলের পক্ষে নিনাদ কদম ৭৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৫, অভিষেক শর্মা ১৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৯,বিজন শুক্ল বৈদ্য ৩৯ বল খেলে ২ টি  বাউন্ডারির সাহায্যে ২১ এবং দেবপ্রসাদ সিনহা ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে ঋত্বিক শ্রীবাস্তব (‌৪/‌২০) এবং পারভেজ সুলতান (‌২/‌২৭) উইকেট পেয়েছেন।‌‌