BRAKING NEWS

শংকরলাল গোয়েঙ্কাকে নন্দকিশোর মহেশ্বরী ‘সাহিত্য ও সংস্কৃতি সমন্বয় পুরস্কার’ উত্তরপূর্ব মাড়োয়ারি সম্মেলনের

গুয়াহাটি, ২৫ মার্চ (হি.স.) : অসমের অন্যতম সাংস্কৃতিক কর্মী তথা রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শংকরলাল গোয়েঙ্কাকে নন্দকিশোর মহেশ্বরী ‘সাহিত্য ও সাংস্কৃতিক সমন্বয়’ পুরস্কার প্রদান করেছে উত্তরপূর্ব মাড়োয়ারি যুবমঞ্চ। উত্তরপূর্ব মাড়োয়ারি যুবমঞ্চের উদ্যোগে আজ শনিবার গুয়াহাটির ফ্যান্সিবাজারে অবস্থিত তেরাপন্থ ভবনে ১৬-তম প্রাদেশিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। আজকের অনুষ্ঠানে বহুজনের মধ্যে উপস্থিত ছিলেন অসমের বিভিন্ন প্রান্তের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নন্দকিশোর মহেশ্বরী ‘সাহিত্য ও সাংস্কৃতিক সমন্বয়’ পুরস্কার গ্রহণ করে শংকরলাল গোয়েঙ্কা বলেন, ‘বিশেষ এই সম্মন পেয়ে আমি খুব আপ্লুত। উত্তরপূর্ব ভারতের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কাজ করার জন্য আমি সবসময় দৃঢ়প্রতিজ্ঞ। শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে আমার নিরন্তর অবদানের জন্য এই পুরস্কার হবে আমার আজীবনের অর্জন। আমি যা অর্জন করেছি তা হল আমার প্রচেষ্টা এবং স্বতঃস্ফূর্ত উৎসর্গের পাশাপাশি আমার গোটা দলের কঠোর পরিশ্রম। আগামী দিনেও আমি শিল্প, সাহিত্য ও সংস্কৃতি জগতের জন্য কাজ করে যাব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *