ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ।। আন্তঃ স্কুল ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে। দুদিন ব্যাপী আয়োজিত এই অনূর্ধ্ব ১৯ আন্তঃ স্কুল ভলিবল আসর আগামীকাল শেষ হবে। মাদকবিরোধী সচেতনতার লক্ষ্যে অন্যান্য বারের মতো এবারও এই ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছে ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন। শনিবার বিকেল তিনটায় এর অনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায়। ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন ভলিবল সংস্থার ভারপ্রাপ্ত সচিব চন্দন সেন। প্রথম দিনের খেলায় মন্টফোর্ট ইংলিশ মিডিয়াম স্কুল ২-০ সেটে তথা ২৫-১৮, ২৫-১৯ পয়েন্টে এডি নগর স্কুল দলকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে। দ্বিতীয় ম্যাচে কামাল ঘাট দ্বাদশ শ্রেণী স্কুল ২-০ সেটে তথা ২৫-১৩ ও ২৫-২০ পয়েন্টে ভারতীয় বিদ্যাভবনকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে। আগামীকাল সকাল দশটায় শেষ দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হয়ে বিকাল তিনটায় হবে ফাইনাল ম্যাচ। টুর্নামেন্টে সহযোগিতায় রয়েছে তিপ্রা একাডেমিসিয়ান ফোরাম।
2023-03-25

