ভারতে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে শপথ নিলেন এরিক গারসেটি, খুশি ভারতীয় বংশোদ্ভূতেরা

ওয়াশিংটন, ২৫ মার্চ (হি.স.): ভারতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিয়েছেন এরিক গারসেটি। ভারতে রাষ্ট্রদূত হয়ে আসার আগে গারসেটি ছিলেন লস অ্যাঞ্জেলেসের মেয়র। প্রথমবার মেয়র হওয়ার পর আড়াই বছর ওই পদে ছিলেন। জো বাইডেনের অনুগত গারসেটি ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বদের মধ্যে অন্যতম।

আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের উপস্থিতিতে (ভারতীয় সময় অনুযায়ী শনিবার) ভারতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিয়েছেন এরিক গারসেটি। কমলা হ্যারিস বলেছেন, রাষ্ট্রদূত এরিক গারসেটি একজন প্রতিশ্রুতিবদ্ধ জনসেবক এবং ভারতের জনগণের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি। এরিক গারসেটি ভারতে আমেরিকার নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়ায়, ভারতীয় বংশোদ্ভূত সম্প্রদায় থেকে শুরু করে আইনসভার প্রতিনিধিরা, সকলেই উৎফুল্ল।