দিল্লির আদালতে ৫ এপ্রিল সিসোদিয়ার জামিন-আর্জির শুনানি, নিজেদের অভিমত জমা দিল ইডি

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): দিল্লি আবগারি নীতি মামলায় ধৃত দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়ার জামিন-আর্জির শুনানি হবে আগামী ৫ এপ্রিল। এ বিষয়ে নিজেদের অভিমত জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিসোদিয়া জামিন পাবেন, কি পাবেন না তা জানা যাবে আগামী ৫ এপ্রিল। ওই দিনই শুনানির দিন ঠিক করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

প্রসঙ্গত, ইডি-র পাশাপাশি দিল্লি আবগারি নীতি মামলার তদন্ত করছে সিবিআইও। ইডি-র মামলায় অনেকদিন আগেই জামিনের আবেদন জানিয়েছিলেন সিসোদিয়া। কিন্তু, বারবার পিছিয়েছে শুনানি। এদিকে, নিজেদের অভিমত জমা দিয়েছে ইডি। ইডি-র জবাবের প্রত্যুত্তর দেওয়ার জন্য শনিবার আদালতে সময় চান সিসোদিয়ার আইনজীবী। সেই আর্জি গৃহীত করে আগামী ৫ এপ্রিল শুনানি পরবর্তী দিন ঠিক করেছেন বিশেষ বিচারক এম কে নাগপাল। অবশেষে আগামী ৫ এপ্রিল মনীশ সিসোদিয়ার জামিনের আবেদনের শুনানি হবে বলে জানিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *