বেঙ্গালুরু, ২৫ মার্চ (হি.স.): কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। প্রথম প্রার্থী তালিকায় নাম রয়েছে মোট ১২৪ জন প্রার্থীর। এই তালিকায় কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারের নাম রয়েছে। কনকপুরা আসনের প্রার্থী করা হয়েছে ডি কে শিবকুমারকে, সিদ্দারামাইয়া বরুণা আসনের প্রার্থী হয়েছেন।
কর্ণাটকে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। দক্ষিণ ভারতের এই রাজ্যে বিজেপিকে টেক্কা দিতে প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস ও জনতা দল (সেক্যুলার)।