পাটনা, ২৫ মার্চ (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। বলেছেন, কংগ্রেস দুর্নীতি ও কমিশনের দল ছাড়া আর কিছু নয়। শনিবার পাটনায় এক সাংবাদিক সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ বলেছেন, প্রধানমন্ত্রী মোদী সম্পর্কে ভিত্তিহীন মন্তব্যের জন্য লজ্জিত হওয়া উচিত কংগ্রেসের নেতাদের।
রবিশঙ্কর প্রসাদ আরও বলেছেন, তিনি (রাহুল গান্ধী) বলেছেন সব মোদী কেন চোর? এই কথা বলে পিছিয়ে পড়া সমাজকে অপমান করেছেন রাহুল গান্ধী। আপনার সমালোচনা করার অধিকার আছে, কিন্তু অপমান করার অধিকার আপনার নেই। রবিশঙ্কর বলেছেন, রাহুল গান্ধী ২০১৯ সালে নিজের বক্তৃতার জন্য শাস্তি পেয়েছেন। আজ নিজের সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, তিনি ভেবেচিন্তেইই কথা বলেন, অর্থাৎ ২০১৯ সালে রাহুল গান্ধী যা বলেছিলেন, তিনি ভেবেচিন্তেই বলেছিলেন।
রবিশঙ্কর প্রসাদ আরও বলেছেন, রাহুল গান্ধী আবার মিথ্যা বলেছেন, তিনি বলেছেন সে নাকি লন্ডনে কিছু বলেননি। লন্ডনে রাহুল গান্ধী বলেছিলেন ভারতে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ছে। মিথ্যা বলা রাহুল গান্ধীর স্বভাব হয়ে গিয়েছে।

