আশারামবাড়ীতে বিএসএফের সিভিক একশন প্রোগ্রাম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ ১১৯ নং ব্যাটেলিয়ান বিএসএফের উদ্যোগে খোয়াই মহকুমার আশারামবাড়ী বিওপিতে সিভিক একশন প্রোগ্রামের আয়োজন করা হয়৷ এই সিভিক একশন প্রোগ্রামের সূচনা করেন ১১৯ নং বিএসএফের কমান্ডেন্ট সুরজ সিং নেগী৷ সিভিক একশন প্রোগ্রামে আশারামবাড়ী এলাকার ২০০ জন গ্রামবাসীকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা সহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়৷ তাছাড়া বেহালাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একটি হাসপাতালে শয্যা, ম্যাট্রেস, হুইল চেয়ার, স্ট্রেচার প্রদান করা হয়৷ অন্যদিকে আশারামবাড়ী এলাকার বিভিন্ন বিদ্যালয় ও ক্লাবগুলোকে খেলা সামগ্রী, বই, বিদ্যালয়ের জন্য আলমারি, ভালো রেজাল্ট করা ছাত্রদের বাইসাইকেল, ফিল্টার, জলের ট্যাংক এবং ষাটোর্ধ ৫০ জনকে সোলার লাইট প্রদান করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *