গুয়াহাটি, ২৫ মার্চ (হি.স.) : অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের কয়েকটি জেলা ও থানা এলাকায় আফসপা-র সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী ১ এপ্রিল থেকে সংশ্লিষ্ট এলাকায় আগামী অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে আফসপা।
অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের কিছু অংশ ‘উপদ্রুত অঞ্চল’ বলে বিবেচিত হওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ১৯৫৮ সালের সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইনের সময়সীমা আরও ছয় মাসের জন্য বাড়িয়েছে। পৃথক দুই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উভয় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আফসপা-র বলে সশস্ত্র বাহিনী অশান্ত এলাকায় কাজ করে। ‘জনশৃঙ্খলা রক্ষণাবেক্ষণ’-এর জন্য প্রয়োজন পড়লে তদন্ত, গ্রেফতার এবং গুলি চালানোর ক্ষমতা প্রয়োগ করতে পারবে সশস্ত্র বাহিনী।
স্বরাষ্ট্রমন্ত্রক আরও বলেছে, কেন্দ্রীয় সরকার আফসপা ১৯৫৮ (১৯৫৮ সালের ২৮)-এর ধারা ৩ কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে অসমের সীমান্তঘেঁষা অরুণাচল প্রদেশের তিরাপ, চাংলাং ও লংডিং জেলা এবং নামসাই ও মহাদেবপুর থানাধীন এলাকাগুলিকে ‘উপদ্রুত অঞ্চল’ বলে ঘোষণা করেছে। গত বছর ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর অসমের সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের নামসাই জেলাকে ‘উপদ্রুত অঞ্চল’ হিসেবে বিবেচনা করে ছয় মাসের জন্য আফসপা জারি করেছিল। ওই ছয় মাসের সময়কালে পরিস্থিতির বিশেষ উন্নতি না হওয়ায় সংশ্লিষ্ট এলাকাগুলি সহ আরও একটি থানা এলাকায় ছয় মাসের জন্য আফসপা জারি করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি চলতি বছর ২০২৩ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে, বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
অন্য বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে, কেন্দ্রীয় সরকার আফসপা ১৯৫৮ (১৯৫৮ সালের ২৮)-এর ধারা ৩ কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে নাগাল্যান্ডের পূর্ববর্তী চার সহ আরও নয় (৯) জেলা এবং ১৬টি থানা এলাকাকে ‘উপদ্রুত অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছে। এর আগে ২০২২ সালের ১ অক্টোবর থেকে আফসপা কার্যকর হয়েছিল ছয় মাসের জন্য।
পূর্ববর্তী এবং নতুন যে সব জেলা এবং থানা এলাকায় ছয়মাসের জন্য আফসপা বলবৎ করা হয়েছে সেগুলি যথাক্রমে ডিমাপুর, নিউল্যান্ড, চুমুকেদিমা, মন, কিফিরে, নকলাক, ফেক পেরেন এবং কোহিমা জেলার অন্তর্গত (১) খুজামা, কোহিমা উত্তর, কোহিমা দক্ষিণ, জুব্জা এবং কেজোচা থানা এলাকা, (২) মকোকচুং জেলার মাংকোলেম্বা, মোকোকচুং-১, লংথো, তুলি, লংচেম এবং আনাকি ‘সি’ থানা এলাকা, (৩) লংলেং জেলার ইয়াংলোক থানা এলাকা, (৪) ওখা জেলার ভান্ডারি, চম্পাং এবং রালান থানা এলাকা এবং (৫) জুনহেবোতো জেলার ঘটাশি, পুঘোবোতো, সাতখা, সুরুহুতো, জুনহেবোতো এবং আঘুনাতো থানা এলাকাগুলি। আগামী ১ এপ্রিল (২০২৩) থেকে সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন, ১৯৫৮-এর ধারা ৩-এর অধীনে ছয় মাসের জন্য ওই সব এলাকাকে ‘উপদ্রুত অঞ্চল’ হিসেবে ঘোষণা করা হয়েছে, বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।