প্রধানমন্ত্রীর অপমান সহ্য করব না: একনাথ শিন্দে

মুম্বই, ২৪ মার্চ (হি.স.) : শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে বলেন, কেউ যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করে তবে তা কোনও মূল্যে সহ্য করা হবে না। এছাড়াও, মহারাষ্ট্র কোনও মূল্যে স্বাধীনতাবীর সাভারকরের অপমান সহ্য করবে না। মুখ্যমন্ত্রী বলেন, এই ইস্যুতে বিধান ভবন চত্বরে যেভাবে হট্টগোল তৈরি হয়েছে তিনি সমর্থন করবেন না। সকল সদস্যের উচিত সংসদের মর্যাদা বজায় রাখা। এর পাশাপাশি সব দলের নেতাদের মর্যাদার প্রতিও খেয়াল রাখতে হবে, যাতে সমাজের কোনো শ্রেণির মানুষের অনুভূতিতে আঘাত না লাগে।

মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে শুক্রবার বিধান ভবন কমপ্লেক্সে সাংবাদিকদের বলেন, কংগ্রেস দল বারবার বলছে গণতন্ত্র বিপদে পড়েছে। তিনি প্রশ্নবিদ্ধ সুরে বলেন, “গণতন্ত্র যদি বিপদে পড়ে, তবে ভারত জোড়ো যাত্রা কীভাবে হল? জম্মু ও কাশ্মীরে পতাকা উত্তোলন করা হয়নি?” মুখ্যমন্ত্রী বলেছেন যে বিধান ভবন চত্বরে হট্টগোলের বিষয়ে বিধানসভার স্পিকার ব্যবস্থা নেবেন।