ত্রিপুরায় রাজনৈতিক স্বার্থে রাজনীতি প্রত্যাখাত হয়েছে : বিজেপি

আগরতলা, ২৪ মার্চ (হি.স.) : ত্রিপুরায় রাজনৈতিক স্বার্থে রাজনীতি প্রত্যাখাত হয়েছে। ওই রাজনিতিকদের জনগন প্রত্যাখান করেছেন। এক্ষেত্রে বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা বিধানসভার ভেতরে এবং বাইরে জনকল্যাণে দায়িত্বশীল ভূমিকা নেবেন বলে প্রদেশ বিজেপি প্রধান মুখপাত্র সুব্রত চক্রবর্তী আশা প্রকাশ করেছেন।

এদিন সাংবাদিক সম্মেলনে প্রত্যয়ের সুরে সুব্রত বলেন, আগামী ৫ বছরে জন্য ত্রিপুরা সরকার সার্বিক জনকল্যানের স্বার্থে ঐকান্তিক প্রয়াস শুরু করছে তাতে বিরোধী দল সহমত পোষণ করবে। সাথে তিনি আশা ব্যক্ত করে বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে সরকারের কাজে হাত বাড়িয়ে দেবেন বিরোধীরা।

তাঁর  কটাক্ষ, ত্রিপুরায় রাজনৈতিক স্বার্থে রাজনীতি প্রত্যাখাত হয়েছে। ওই রাজনিতিকদের জনগন প্রত্যাখান করেছেন। তাঁর আশা, বিরোধী দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা বিধানসভার বাইরে ও ভিতরে ত্রিপুরা ও জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। এদিন তিনি প্রদেশ বিজেপি দলের তরফে নবনির্বাচিত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মুখ্যসচেতক কল্যানী সাহা রায় এবং বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মাকে অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *