ধর্মনগরে ক্রিকেট ফাইনালে পানিসাগর

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ।।ফাইনালে উঠলো পানিসাগর। রাজ্য রঞ্জি দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার রজত দে-‌র হাত ধরে। আসরের দ্বিতীয় সেমিফাইনালে পানিসাগর ৮ উইকেটে পরাজিত করে এন এস সরণীকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মালাবতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুক্রবার একতরফা খেলে ফাইনালে খেলার ছাড়পত্র আদায় করে নেয় পানিসাগর। দলের শক্তি বাড়াতে এদিন রাজত কে দলে নেয় পানিসাগরের কর্তারা। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে এন এস সরণী ১১৯ রান করে। দলকে শতরানের গন্ডি পার করাতে মূখ্য ভূমিকা নেন দেবপ্রসাদ সিনহা। দল যখন খাদের কিনারায় তখনই ২২ গজে ব্যাট হাতে রুখে দাড়ান দেবপ্রসাদ। করেন ৫২ রান। ওই রান করতে ৯২ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারি মারেন দেবপ্রসাদ। পানিসাগরের পক্ষে মুন্না (‌৪/‌২১) এবং জয় পাল (‌৩/‌২৩) সফল বোলার।‌‌ জবাবে খেলতে নেমে পানিসাগর ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে রাণু দাস ৭১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৫০ এবং রজত দে ২৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করেন। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রজত। এদিকে বৃষ্টির জন্য ও পি সি এবং সেন্ট্রাল রোড ক্রিকেট কোচিং সেন্টারের ম্যাচটি ২৬ মার্চ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *