নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মিথ্যা মামলা রুজো করে রাহুল গান্ধীর সাংসদ সদস্যপদ খারিজ করার প্রতিবাদে গোটা দেশ জুড়ে আন্দোলনে শামিল হয়েছে কংগ্রেস দল৷ দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার রাজ্য কংগ্রেস দল প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করেছে৷ শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ আগরতলা কংগ্রেস ভবনের সামনে থেকে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয়৷ প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সহ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ প্রতিবাদ আন্দোলন কর্মসূচিতে শামিল হন৷ এদিন আন্দোলনে শামিল হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাহুল গান্ধীর দেশব্যাপী জনপ্রিয়তা দেখে রীতিমতো আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন৷ সে কারণেই আতঙ্কগ্রস্ত হয়ে রাহুল গান্ধীকে জব্দ করার জন্য মিথ্যা মামলায় অভিযুক্ত করে রাহুল গান্ধীর সাংসদ সদস্যপদ খারিজ করা হয়েছে৷ এর প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও আজ প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয়৷ রাহুল গান্ধীর সাংসদ সদস্য পদ খারিজ করার প্রতিবাদে সারা রাজ্যে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি সংঘটিত করা হবে বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷
এদিকে, বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে বিজেপি ওবিসি মোর্চার প্রদেশ কমিটির পক্ষ থেকে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর কুশপুত্তলিকা পোড়ানো হয়৷ দেখানো হয় বিক্ষোভ৷বড় ধাক্কা রাহুল গান্ধীর৷ মোদী পদবী বিতর্কে সংসদে খারিজ হয়ে গেল রাহুল গান্ধীর সদস্য পদ৷ ফলে এখন থেকে তিনি আর লোকসভার সাংসদ নন৷ ইতিমধ্যে লোকসভা সচিবালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ রাহুল গান্ধী কেরলের ওয়ানাড থেকে সাংসদ ছিলেন৷ ইতিমধ্যে লোকসভা সচিবালয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ এদিন বিজেপির নির্বাচনী কার্যালয়ের সামনে বিজেপি ওবিসি মোর্চার প্রদেশ কমিটির পক্ষ থেকে কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর কুশপুত্তলিকা পোড়ানো হয়৷ দেখানো হয় বিক্ষোভ৷ বিজেপি ও বি সি মোর্চার প্রদেশ সভাপতি সমীর ঘোষ জানান ২০১৯ সালে কর্নাটকের একটি জনসভায় প্রধানমন্ত্রীর পদবী নিয়ে কুরুচীকর মন্তব্য করেন৷ তাঁর পরিপ্রেক্ষিতে মামলা করা হয়৷ ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধী৷ আদালতের রায়ের মাধ্যমে এই সমস্ত কিছু স্পষ্ট হয়ে গেছে৷ এই রায়কে স্বাগত জানিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের তীব্র বিরোধীতা করে এদিনের কর্মসূচী বলে জানান তিনি৷
2023-03-24