নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ মুখ্যমন্ত্রীর আবেদনের পরেও রক্তশূণ্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল৷ ব্লাড ব্যাঙ্ক প্রায় দীর্ঘ চার মাস ধরে রক্তশূন্য৷ প্রয়োজনীয় রক্তের অভাবে হন্য হয়ে ঘুরছে মুমূর্ষু রোগীর পরিজনরা৷ গত ২০২২ সালের সেপ্ঢেম্বর মাসে মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহার হাত ধরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টার চালু হয়েছিল৷ এই ব্লাড সেন্টারটি চালু হওয়ার পর মুমূর্ষ রোগী সহ তাদের আত্মীয় পরিজনদের মুখে হাসি ফুটেছিল৷ এবং সেই সাথে মুমূর্ষু রোগীরা ব্লাড সেন্টার থেকে ব্লাড পরিষেবা নিতেও আরম্ভ করেছিল৷ কিন্তু আচমকাই এই ব্লাড সেন্টারটি রক্তশূন্য হয়ে পড়ে৷ জানা যায়, ব্লাড সেন্টারটি চালু হওয়ার পর থেকে এলাকার ক্যান্সার আক্রান্ত রোগীরা বেশ উপকৃত হয়েছিল৷ ব্লাড সেন্টারে রক্তশূন্য প্রসঙ্গে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডাক্তার চন্দন দেববর্মার কাছে জানতে চাইলে, তিনি সাফ জানিয়ে দেন এই সেন্টারে রক্তের কোনো সংকট নেই৷ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের ব্লাড সেন্টারে প্রচন্ড রক্ত সংকট চলছে বর্তমানে৷ তবে এম.ও.আই.সি তথা চিকিৎসক অজিত দেববর্মা তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন সামাজিক সহ অন্যান্য সংগঠনগুলির প্রতি আহ্বান জানান স্বেচ্ছায় রক্তদান করার জন্য এগিয়ে আসতে৷
2023-03-23