২৫ মার্চ কর্ণাটকে কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.) :চিক্কাবাল্লাপুর এবং বেঙ্গালুরুতে বিভিন্ন উন্নয়ন কাজের সূচনা করতে শনিবার কর্ণাটক সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২৫ মার্চ কর্ণাটক সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে চিক্কাবল্লাপুরে শ্রী মধুসূদন সাই ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এরপর বেলা ১ টায় বেঙ্গালুরু মেট্রোর হোয়াইটফিল্ড (কাদুগোদি) কৃষ্ণরাজপুরা মেট্রো লাইনের উদ্বোধন করে মেট্রোতে যাত্রা করবেন।
প্রধানমন্ত্রী এরপর কর্ণাটকের দাভানাগেরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিজয় সংকল্প যাত্রার সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।