শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা, অবশেষে তৎপর হল শিশু সুরক্ষা  কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ নাবালিকা শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অবশেষে নড়েচড়ে বসলো রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন৷ গত ১৩ই মার্চ কমলাসাগর বিধানসভার আমতলী থানাধীন মতিনগর সীমান্তবর্তী এলাকার ৫৫ বছর বয়সি দুলাল মিয়া একই এলাকার সাত বছরের নাবালিকা শিশু কন্যাকে টাকার লোভ দেখিয়ে ওই  শিশু কন্যাটির সাথে কুকর্ম করার জন্য গভীর জঙ্গলে নিয়ে যায়৷ সেখানে নাবালিকা শিশু কন্যাটিকে ধর্ষণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে দুলাল মিয়া৷ সেখান থেকে নাবালিকা শিশু কন্যাটি কোনরকম ভাবে পালিয়ে এসে  দুলাল মিয়ার কুকর্মের সম্পূর্ণ ঘটনাটি বিস্তারিতভাবে তার মাকে জানায়৷  ঘটনার পরদিন অর্থাৎ ১৪ ই মার্চ নাবালিকা শিশু কন্যাটির মা আমতলী থানায় ঘটনার সাথে যুক্ত দুলাল মিয়ার বিরুদ্ধে লিখিত  মামলা দায়ের করেন৷ আমতলী থানার পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে৷ যদিও এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্ত দুলাল মিয়াকে গ্রেফতার করতে পারেনি৷ ঘটনার পরেই দুলাল মিয়া বাংলাদেশের পালিয়ে যায়৷ এই ঘটনার খবর পেয়ে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশন নড়েচড়ে বসে৷  বৃহস্পতিবার রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যা শর্মিলা চৌধুরী মতিনগরস্থিত ওই নাবালিকা মেয়েটির বাড়িতে ঘটনার তদন্তের জন্য ছুটে যান৷ সেখানে গিয়ে নাবালিকা শিশুটি সহ তার পরিবারের লোকজনদের সাথে কথাবার্তা বলেন এবং শিশুটির পরিবারকে আশ্বাস দেওয়া হয় রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের পক্ষ থেকে যা যা করণীয় তার সবটাই করবে কমিশন৷