ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ।। কৈলাসহর মহকুমা দলকে নেতৃত্ব দেবে দেবরাজ চক্রবর্তী। রাজ্য অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে। ২৫ মার্চ থেকে কৈলাসহর মহকুমার খেলা হবে সোনামুড়া এবং বিশালগড় মহকুমায়। উদ্বোধনী দিনে কৈলাসহর মহকুমার প্রতিপক্ষ সদর ‘বি’। ২৬ মার্চ আমবাসা, ২৮ মার্চ জিরানীয়া এবং ১ এপ্রিল অমরপুরের বিরুদ্ধে খেলবে কৈলাসহর মহকুমা। আসরে অংশগ্রহণের জন্য ১৫ সদস্যের মহকুমার দল ঘোষনা করা হয়েছে। কোচ কিশোর মুহুরী গ্রুপ লিগ থেকে সেমিফাইনালে যাওয়া নিয়ে যথেষ্ট আশাবাদী। তিনি বলেন,”মহকুমার সেরাদের নিয়ে গড়া হয়েছে দল। আশাকরি ছেলেরা হতাশ করবে না”। ঘোষিত দল:দেবরাজ চক্রবর্তী (অধিনায়ক), রাজন সিনহা, রীতেশ কুমরী,সঞ্জয় কুমার কালোয়ার,সুমন মিঁয়া,হর্ষিত পাল, রিদ্ধিমান সরকার, শ্রীজয় মালাকার, দেবার্ঘ সিনহা, গৌরব দাস, সৌহার্দ্য মল্লিক,প্রজন চৌধুরি, সিয়াম উদ্দিন,বিজল দাস এবং মৃগাঙ্ক পাইন। কোচ: কিশোর মুহুরী। ম্যানেজার: পার্থ প্রতীম দেব।