ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ।। সদরের খুদে ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ। বোলাররা নিজেদের প্রতিভা কিছুটা ফুটিয়ে তুললেও কার্যত ব্যাটার্সরাও নৈপুণ্য দেখানোর চেষ্টা করেছে। অতিরিক্ত রানের খাতে দুদলের বোলাররা কৃপণতার পরিচয় দিয়ে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে। নীপকো মাঠে সকাল পৌনে দশটায় ম্যাচ শুরুতে টস জিতে অনূর্ধ্ব ১৩ সদর-বি দল প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। সদর-এ দল ব্যাটিং এর সুযোগ পেয়ে নির্ধারিত ৪০ ওভারে আট উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার শ্রেষ্ঠাংশু দেব-এর ২৭ রান এবং উদয়ন পালের ১৮ রান উল্লেখ করার মতো। সদর বি-র বোলার সন্দীপন দাস দুটি এবং আকাশ দেবনাথ, স্পন্দন বনিক ও ঋতুরাজ ঘোষ একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সদর-বি দল ২৮.২ ওভার খেলে সাত উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে সৃজন দেব-এর ৩২ রান, যশ দেববর্মার ১৮ রান ও ওপেনার রাজদীপ দেব -এর ১৩ রান দলকে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। সদর এ-র বোলার স্নেহাল দত্ত ও তীর্থ চক্রবর্তী দুটি করে এবং অর্পণ ভট্টাচার্য ও রাজদীপ সিংহ একটি করে উইকেট পেয়েছে।
2023-03-22