নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): প্রতিষ্ঠা দিবসে বিহারের জনগণকে হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা-বার্তায় বিহারের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারতের বিকাশে সর্বক্ষেত্রে অতুলনীয় অবদান রাখছেন বিহারের জনগণ।
২২ মার্চ দিনটি বিহারের স্থাপনা দিবস। বুধবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, বিহার দিবসে সে রাজ্যে সমস্ত ভাই ও বোনকে অনেক অনেক শুভেচ্ছা। সমৃদ্ধ ইতিহাস ও জীবন সংস্কৃতির জন্য প্রসিদ্ধ বিহারের জনগণ দেশের বিকাশের স্বার্থে সর্বক্ষেত্রে অতুলনীয় অবদান রাখছেন। নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বিশেষ পরিচয় প্রতিষ্ঠা করেছেন তাঁরা।