নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ ওয়েস্ট ডিস্ট্রিক ডিজিস্টার ম্যানেজমেন্ট অথরিটির উদ্যোগে বুধবার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত বিষয় নিয়ে এক মগডিল অনুষ্ঠিত হয়৷ আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে জি টুয়েন্টি সম্মেলন৷ সম্মেলন উপলক্ষে ডিজিস্টার ম্যানেজমেন্ট অথোরিটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে৷ কোন ধরনের বিপর্যয় দেখা দিলে তৎক্ষণাৎ যাতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যায় সে উদ্দেশ্যে বুধবার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে মগডিল অনুষ্ঠিত হয়৷ সদর মহকুমা শাসকসহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই মকডিল অনুষ্ঠানে শামিল হন৷ সদর মহকুমা শাসক এ ধরনের মকডিল সম্পর্কে বলতে গিয়ে জানান আগরতলায় জি-টুয়েন্টি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ এধরনের সম্মেলনকে সামনে রেখেই আগাম প্রস্তুতি স্বরূপ এই ধরনের মগডিল করা হচ্ছে৷
2023-03-22