ভারুচ, ২২ মার্চ (হি.স.): গুজরাটের ভারুচে ভয়াবহ আগুন লাগল একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে। বুধবার সকালে ভারুচ জিআইডিসি-তে অবস্থিত নর্মদা প্লাস্টিক প্যাকেজিং ফ্যাক্টরিতে আগুন লাগে। ওই ফ্যাক্টরির ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় দাউদাউ করে জ্বলতে থাকে ফ্যাক্টরিটি। ভিতরে থাকা সবকিছু পুড়ে যায়।অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ১৫টি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভারুচের পুলিশ সুপার লীনা পাটিল বলেছেন, বুধবার নর্মদা প্লাস্টিক প্যাকেজিং ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।
2023-03-22