ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ।।উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ লংতরাইভ্যালি। ২৫ মার্চ হবে ম্যাচটি। কৈলাসহরের আর কে আই মাঠে। রাজ্য অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে। ২৬ মার্চ কমলপুর,২৮ মার্চ কাঞ্চনপুর এবং ২৯ মার্চ গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে ধর্মনগর মহকুমার বিরুদ্ধে। আসরে ভালো ফলাফল করতে জোড় কদমে প্রস্তুতি চলছে গন্ডাছড়া মহকুমার। প্রায় ৪ বছর ধরে ওই মহকুমায় কার্যত খেলাধূলা বন্ধ ছিলো। ফলে একঝঁাক নতুন মুখ দিয়ে লড়াকু দল গড়ার চেষ্টা করছেন কোচ অনুপম দে। ব্যাক্তিগত কাজে কোচ রাজ্য আসরের সময় দলের সঙ্গে থাকতে পারবেন না। তবে এই মুহূর্তে গোটা দলকে একসুতোয় বাধার চেষ্টা করে চলছেন কোচ। অনুপম আশা করেন, প্রতিপক্ষ দলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবেই ক্রিকেটাররা। ঘোষিত দল: ধ্রুবময় দেব, জয়দীপ রায়, চয়ন সরকার, অভিজিৎ সাহা, তুহিন বিশ্বাস, স্বরব দাস, রূপন সরকার, রাহুল বিশ্বাস, সমীর দেবনাথ, রাহান দাস, স্বরজিৎ দেবনাথ, রাজদীপ দেবনাথ, সুরজ দাস, প্রণয় বিশ্বাস এবং প্রদেশ দাস। কোচ:জয়দেব সাহা।
2023-03-22