নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের আর্থিক দুর্নীতির গুরুত্ব অভিযোগ উঠেছে৷ দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবিতে বঞ্চিত ক্রিকেটাররা অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধের কাছে লিখিতভাবে ডেপুটেশন প্রদান করেছেন৷ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কলঙ্কিত করার চক্রান্তে লিপ্ত হয়েছে একটি অংশ৷ একদিকে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারি অন্যদিকে বহু খেলোয়ারকে পরিকল্পিতভাবে নানাভাবে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনে লুটের রাজত্ব চলেছে বলেও তারা অভিযোগ করেছেন৷ নির্দিষ্ট কয়েকটি ক্লাবের খেলোয়ারদের দলে অন্তর্ভুক্ত করার সহ নানা সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে৷৷ এসব দুর্নীতির তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি উঠেছে৷
2023-03-22

