জাতীয় হ্যান্ডবল গুয়াহাটিতে ত্রিপুরা দলের জোর প্রস্তুতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ।।গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে সাবজুনিয়র হ্যান্ডবল প্রতিযোগিতা। ২৭-‌৩১ মার্চ পর্যন্ত হবে আসর। তাতে অংশ নেবে ত্রিপুরা। সেই লক্ষ্যে গঠিত হলো ত্রিপুরা দল। সোমবার রামঠাকুর বয়েজ স্কুল মাঠে হয়েছিলো নির্বাচনী শিবির। তাতে বিচারকের ভূমিকায় ছিলেন ড:‌সূর্য কান্ত পাল, ড:‌ কান্তা দেব, মধুগোপাল বিশ্বাস, নন্দ দুলাল দে এবং দুলাল মিঁয়া। শিবিরে ৪৪ জন খেলোয়াড় অংশ গ্রহণ করে। তা থেকে ২০ সদস্যের প্রাথমিকভাবে ত্রিপুরা দল গঠন করা হয়। নির্বাচিতদের নিয়ে হবে বিশেষ প্রশিক্ষণ শিবির। যা শুরু হবে আজ থেকে। শিবির চলবে ৫দিন ব্যাপী। রাজ্য হ্যান্ডবল সংস্থার সচিব লিটন রায় এক বিবৃতিতে এখবর জানিয়েছেন। শিবিরে নির্বাচিত খেলোয়াড়রা হলো:‌ শান্তনু মালাকার, ইন্দ্রজিৎ দাস, ইশান ভৌমিক, উদয় শঙ্কর রুদ্রপাল, প্রীতম দাস, সুচিন্ত চৌধুরি, নীহার বসুমাতারি, বীরবাহাদুরজিৎ সরকার, রোহিত গোপ, গোপাল সাহা, শান রায়, স্পর্শ দেব, বিজয় সূত্রধর, শোভম পোদ্দার, শঙ্খ শুভ্র দাস,সাগর নম:‌ দাস, উদয় দেব, উমেশ রায়, শাম্বা দেববর্মা এবং শান্ত দেবনাথ। ‌