নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): ডিজিটাল স্বাস্থ্যের বিষয়টি শুধুমাত্র ব্যক্তিগত স্বাস্থ্যসেবা বিতরণ কর্মসূচিতে সীমাবদ্ধ নয়। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। মঙ্গলবার নতুন দিল্লিতে ডিজিটাল স্বাস্থ্যের উপর গ্লোবাল সম্মেলনের সমাপনী দিনে ভাষণ দেওয়ার সময় ডঃ মনসুখ মান্ডভিয়া জোর দিয়ে বলেছেন, ডিজিটাল স্বাস্থ্যের জন্য একটি সক্রিয় বাস্তুতন্ত্র তৈরির লক্ষ্যে কাজ করছে দেশ।
কার্যকর স্বাস্থ্য পরিষেবা সরবরাহের জন্য ডিজিটাল স্বাস্থ্য সমাধানের সুবিধার দিকে দেশের সাফল্যের কথা তুলে ধরেন মন্ত্রী। এই বিষয়ে তিনি মাতৃ ও শিশু স্বাস্থ্য ডোমেনে নাম-ভিত্তিক ডাটাবেস তৈরি, জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির অধীনে নিক্ষয় কর্মসূচি, কোউইন এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন-সহ বিভিন্ন সরকারি উদ্যোগের উদাহরণ তুলে ধরেন।

