আমবাসা(ত্রিপুরা),২১মার্চ(হি স): মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যুব মোর্চা প্রতিটি মন্ডলের সঙ্গে কমলপুরেও রক্তদান শিবির আয়োজন করেছে। মঙ্গলবার কমলপুর বিজেপি কার্যালয়ে যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছা রক্তদান শিবিরের । এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তি দেব।
রাজ্যে নির্বাচন পরিস্থিতিতে স্বেচ্ছা রক্তদান বন্ধ থাকায় রাজ্য জুড়ে রক্ত সংকট দেখা দিয়েছে। এর নিরসনে মুখ্যমন্ত্রী সম্প্রতি সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠণের কাছে আবেদন রেখেছেন স্বেচ্ছা দানে এগিয়ে আসার। এর অঙ্গ হিসাবে যুব মোর্চার রাজ্যভিত্তিক কর্মসূচী হিসাবে কমলপুরে স্বেচ্ছাদান কর্মসূচী হাতে নেয় যুব মোর্চা। এদিনের অনুষ্ঠানে উদবোধক মনোজ কান্তি দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি কমলপুর মন্ডল সভাপতি তথা নগরপিতা প্রশান্ত সিংহ, যুব মোর্চা মন্ডল সভাপতি মৃণ্ময় ভট্টাচার্য্য প্রমুখ। এদিন মোট ১৪ জন যুব মোর্চার সদস্য স্বেচ্ছা রক্তদান করেন।

