কোকড়াঝার (অসম), ২১ মার্চ (হি.স.) : শ্রীরামপুরে পুলিশের অভিযান । বাজেয়াপ্ত এক কোটির টাকার অধিক মূল্যের বিদেশি সিগারেট । গ্রেফতার করা হয়েছে চালক এবং সহ-চালককে ।
সোমবার রাতে শ্রীরামপুর পুলিশের অভিযানে অসম পশ্চিমবঙ্গ সীমান্তে ইউ পি- ৭৮-এইচ এন ৩৪৩৫ নম্বরের লরিতে তল্লাশি চালিয়ে ৪০ কার্টুন বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করা হয় ।
জানা গেছে যে, অসম থেকে উত্তর প্রদেশে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিলো বিদেশি সিগারেট গুলি । পুলিশের হাতে গ্রেফতার দুইজন যথাক্রমে অভিষেক কুমার এবং ছটু কুমার কাশ্যপ । তারা দুইজনই উত্তর প্রদেশের বাসিন্দা ।

