বাক্সা (অসম), ২১ মার্চ (হি.স.) : বাক্সা জেলার শালবাড়ী থেকে ড্রাগস সমেত গ্রেফতার করা হয়েছে দুই মাদক সরবরাহকারীকে । আজ মঙ্গলবার গোপন সূত্রের এক খবরের ভিত্তিতে অভিযানে নামে আনন্দবাজার পুলিশ ।আর এতে সাফল্য ও মেলে ।
পূর্ত সড়ক ধরে শালবাড়ী ভকুয়ামারী থেকে মোটর সাইকেল করে আসা খুশাবাড়ি এলাকার জনৈক আবুল কাশেম আলী (২৬) এবং নূর আহমেদ (২৬) নামের দুই যুবককে তল্লাশি করলে তাদের কাছে থেকে উদ্ধার হয় ৪৭ টি হেরোইন ভর্তি কন্টেইনার, ১০০ টি খালি কন্টেইনার এবং ৯ প্যাকেট নেশা যুক্ত ট্যাবলেট ।
আনন্দবাজার পুলিশের এক আধিকারিক জানান, দুই যুবককে গ্রেফতার করা হয়েছে । মোটর সাইকেল সহ তাদের দুইজনের মোবাইল হ্যান্ডসেট জব্দ করা হয়েছে । পুলিশের জেরা অব্যাহত রয়েছে । পাশাপাশি মাদক সরবরাহের ফরোয়ার্ড এবং বেকওয়ার্ড লিংক খতিয়ে দেখা হচ্ছে ।

