নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ বিশ্ব বন দিবস উপলক্ষে মঙ্গলবার সালবাগান অক্সিজেন পার্ক থেকে এক সচেতনতামূলক বাইসাইকেল রেলি সংঘটিত করা হয়৷ বিশ্ব বন দিবস উপলক্ষে বন দপ্তর ও বায়ু ডাইভারসিটি বোর্ডের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকালে আগরতলা শালবাগানস্থিত অক্সিজেন পার্ক থেকে এক সাইকেল রেলীর আয়োজন করা হয়৷ র্যালিটি আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে হেরিটেজ পার্ক এসে শেষ হয়৷ অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্য সচিব জে কে সিনহা৷ উপস্থিত ছিলেন বন দপ্তরের পিসিসিএফ কে শেট্টি সহ অন্যান্য বিভিন্ন দপ্তরের সচিবরা৷ এদিন বিশ্ব বন দিবস উপলক্ষে আয়োজিত সাইকেল রেলির আনুষ্ঠানিক সূচনা করে বনদপ্তরের পিসিসিএফ কে শেট্টি বলেন পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে এবং মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে বন খুবই জরুরী৷ বল রক্ষা করা সকলের দায়িত্ব৷ পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে বনকে বাঁচিয়ে রাখার জন্য সকল স্তরের জনগণকে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানিয়েছেন৷ তিনি বলেন মানুষ বেঁচে থাকার জন্য বনের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে৷ মানুষ এবং বনের মধ্যে সম্পর্ক খুবই নিবিড়৷
2023-03-21