রেগা প্রকল্পে ত্রিপুরার জন্য লেবার বাজেটে অনুমোদিত ২.৫ কোটি শ্রম দিবস

আগরতলা, ২১ মার্চ (হি. স.) : রেগা প্রকল্পে ত্রিপুরার জন্য লেবার বাজেটে ২.৫ কোটি শ্রম দিবসের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয়। জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে এমজিএন রেগা প্রকল্পে ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক ত্রিপুরার লেবার বাজেটে ২.৫ কোটি শ্রম দিবসের অনুমোদন দিয়েছে। এর জন্য এই অর্থ বছরে লেবার বাজেটে ব্যয় হবে মোট ৯৩৬ কোটি টাকা।

ত্রিপুরায় এমজিএন রেগা প্রকল্পের লেবার বাজেটে কেন্দ্রীয় সরকারের এই পরিমান অর্থরাশি অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে রাজ্যবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।