গোসাবা, ২০ মার্চ (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনার গোসাবার লাহিরিপুরে বাজ পরে মৃত্যু হয়েছে এক গৃহবধূর। সোমবার সকালেই বাজ পড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। মৃতের নাম রেবতী সরকার, বয়স ৩৮।
এদিন সকালে মাঠ থেকে গরু আনতে যাওয়ার সময় বাজ পড়ে। সেই বাজেই মাঠে হঠাৎ মৃত্যু হয় মহিলার। আচমকা মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ জেলায় ঝড়-বৃষ্টি হচ্ছে। এদিনই প্রথম বাজ পড়ে মৃত্যুর খবর পাওয়া গেল দক্ষিণ ২৪ পরগনায়। এই সময় বজ্রপাত অর্থাৎ বজ্রপাতের ঘটনাও বেড়ে যায়। প্রতি বছর বজ্রপাতে অনেক মানুষ ও গবাদি পশু মারা যায়।

