প্রগতি প্লে সেন্টারের প্রস্তুতি শুরু আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ।।প্রস্তুতি শুরু আগামীকাল থেকে। প্রগতি প্লে সেন্টারের। অনূর্ধ্ব-‌১২ এবং ১৪ ক্রিকেটারদের। সেন্টারের বর্তমান ক্রিকেটারদের আগামীকাল দুপুর আড়াইটায় প্রগতি মাঠে কোচ নয়নমনি দেববর্মার কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। পাশাপাশি নতুন শিক্ষার্থীও নিয়োগ করা হবে। প্রসঙ্গত:‌ ওই সেন্টার থেকে প্রতিবছরই নতুন বহু প্রতিভাবান ক্রিকেটার বেরিয়ে আসে। এবার বেরিয়ে আসলো অর্পন ভট্টাচার্য। কোচ নয়নমনি অত্যন্ত দক্ষতায় ক্রিকেটারদের তুলে আনছেন। আগামীদিনেও নতুন মুখ তুলে আনতে বদ্ধপরিকর নয়ন।