নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ ত্রিপুরা রিহেভিলেশন প্লান্টেশন কপর্োরেশন লিমিটেড চেয়ারম্যান পরে দায়িত্বভার গ্রহণ করলেন পাতাল কন্যা জমাতিয়া৷ দায়িত্বভার গ্রহণ করে তিনি বলেন বর্তমান সরকার এক্ষেত্রে তাকে যে গুরু দায়িত্ব অর্পণ করেছে সেই দায়িত্ব তিনি যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন৷ এ ব্যাপারে তিনি দপ্তরের আধিকারিক সহ সর্বস্তরের কর্মীবৃন্দ ও জনগণের সার্বিক সহযোগিতা আহ্বান করেছেন৷
2023-03-20