হরফ নিয়ে বিপাকে ককবরকভাষী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কয়েকটি সুকলে কক বরক ভাষাভাষী পরীক্ষার্থীদের হরফ নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে তা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেউচ্চশিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করেছে এসএফআই ও টি এস ইউ৷  গত ১৭ ও ১৮ মার্চ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ককবরক ভাষার পরীক্ষা হয়৷ এই পরীক্ষায় দিতে গিয়ে বহু জায়গাতেই ছাত্র-ছাত্রীদের হরফ নিয়ে  সমস্যায় পড়তে হয়৷ পরীক্ষার্থীরা রোমান নাকি বাংলা হরফে হরফে লিখবে তা নিয়ে অস্পষ্টতা ছিল৷ কয়েকটি পরীক্ষাকেন্দ্রে বাংলা হরফে লিখতে হবে বলেও বাধ্য করা হয়৷ এতে ইংরেজী মাধ্যমের ছাত্র-ছাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে৷  তথ্য অনুযায়ী মোহনপুর মহকুমার তিপরা  একাডেমি ইংলিশ মিডিয়াম সুকলের  ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিয়েছে৷ এই সুকলের উচ্চ মাধ্যমিকের ছাত্র- ছাত্রীদের বাংলা হরফে লেখার জন্য বাধ্য করা হয়৷ যার ফলে পরীক্ষা সঠিক ভাবে দিতে পারেনি৷ আবার একেই সুকলের মাধ্যমিক পরীক্ষার্থীদের যে কোন হরফে লেখার সুযোগ দেওয়া হয়েছে৷ একই সুকলে দুই ধরনের সিদ্ধান্ত কেন! অন্যদিকে, অম্পি ও কাকড়াবন বিদ্যালয়ের ক্ষেত্রে একেই সমস্যা দেখা দিয়েছে৷ যদিও রাজ্যের অন্যান্য বিদ্যালয় গুলিতে ততটা সমস্যা হয়নি৷ভারতের ছাত্র ফেডারেশন ও উপজাতি ছাত্র ইউনিয়ন এর পক্ষ থেকে দাবি জানানো হয় ককবরক বিষয়ে পরীক্ষার ক্ষেত্রে যে কয়েকটি সুকলে হরফ নিয়ে  সমস্যা তৈরী হয়েছে তার সমাধানে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *