রাহুলকে উপর্যুপরি আক্রমণ হরদীপ সিং পুরীর, বললেন দ্ব্যর্থহীনভাবে ক্ষমা চাওয়া উচিত তাঁর

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): ভারতীয় গণতন্ত্র সম্পর্কে অনভিপ্রেত মন্তব্যের জন্য এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা হরদীপ সিং পুরী। সোমবার রাহুলের তীব্র সমালোচনা করে হরদীপ সিং পুরী বলেছেন, দ্ব্যর্থহীনভাবে ক্ষমা চাওয়া উচিত রাহুল গান্ধীর। হরদীপ পুরী বলেছেন, “রাহুল গান্ধী বলছেন বিজেপির আদর্শের মূল কাপুরুষতা। আমি জানি না সে কি বলতে চাইছে। এখন ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং শীঘ্রই আমরা চতুর্থ বৃহত্তম অর্থনীতি হব।”

কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা হরদীপ সিং পুরী আরও বলেছেন, “যদি কেউ দেশের বাইরে যায়, তাহলে তাঁর কথা বলার তো স্বাধীনতা আছে। তবে সেই স্বাধীনতার সঙ্গে সঙ্গে দায়িত্ববোধের প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। আমরা বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র, কিন্তু রাহুল গান্ধী ব্রিটেনে গিয়ে বলেছেন ভারতীয় গণতন্ত্র মৌলিক কাঠামোর উপর আক্রমণের সম্মুখীন হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *