কলকাতা, ২০ মার্চ (হি.স.) : নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ব্যবসায়ী অয়ন শীলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ উঠে আসছে। শুধু চাকরি বিক্রিই নয়, জোর করে জমি দখল, এমনকি এজেন্ট লাগিয়ে টাকা তোলা, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মতো নানান অভিযোগ প্রকাশ্যে আসছে অয়ন গ্রেফতার হওয়ার পর। সোমবার আদালতে তোলা হলে অয়নকে ১ এপ্রিল পর্যন্ত তাকে ইডি হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত।
এবার শ্রীকুমার চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তির সুইসাইড নোটেও নাম পাওয়া গেল অয়ন শীলের। দাবি, চাকরি দেওয়ার নামে টাকা তুলতে এলাকায় দালাল নিয়োগ করেছিলেন অয়ন। সেই টাকা নিয়েও চাকরি দিতে না পারায় শেষে আত্মঘাতী হন শ্রীকুমার এবং তাঁর ছেলে রূপকুমার। অথচ এলাকায় শ্রীকুমারের সুনামই ছিল।

