বরপেটা (অসম), ২০ মার্চ (হি.স.) : বরপেটা জেলার কেওটকুচির জালাকুয়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সোমবার পূর্ত সড়কের পাশে মৃতদেহটি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। মৃতের পরনে লুঙ্গি থাকায় তাঁকে মুসলমান বলে সন্দেহ হলেও এ খবর লেখা পর্যন্ত তাঁর পরিচয় উদ্ধার হয়নি।
বরপেটার পুলিশ সুপার অমিতাভ সিনহা ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে বরপেটা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
জানা গেছে, মৃতের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। যদিও ব্যক্তির মৃত্যু খুনঘটিত না-দুর্ঘটনায় হয়েছে সে সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত হয়নি। তদন্ত শুরু হয়েছে বলে জানান পুলিশ সুপার অমিতাভ সিনহা।

