শিলিগুড়িতে আবাসনের ঘর থেকে উদ্ধার চিকিৎসকের স্ত্রীর মৃতদেহ

শিলিগুড়ি, ২০ মার্চ (হি. স.) : শিলিগুড়িতে আবাসনের ঘর থেকে উদ্ধার এক চিকিৎসকের স্ত্রীর মৃতদেহ। সোমবার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সংলগ্ন শান্তিনিকেতন আবাসনের ঘর থেকে ৪১ বছর বয়সি ওই মহিলার দেহটি উদ্ধার হয়। তাঁর স্বামী একজন সার্জেন। তিনি নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক। দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।