ক্যানিং, মার্চ (হি. স.) ক্যানিংয়ে মুরগির গাড়ি উল্টে দুর্ঘটনায় মৃত্যু হল খালাসির। মৃতের নাম খোকন বিশ্বাস(৩২)। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের গোপালপুর গোলকপাড়া এলাকায়।
উত্তর ২৪ পরগনার বাদুরিয়ার বাসিন্দা খোকন চালকের সঙ্গে ট্রাকে করে পোল্ট্রি ফার্ম থেকে মুরগি নিতে এসেছিল ক্যানিংয়ে। সেখানেই আচমকা ট্রাক উল্টে যায়। স্থানীয়রা তড়িঘড়ি গাড়ি থেকে চালক ও খালাসিকে উদ্ধার করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় খোকনের। ক্যানিং থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ ।