পুলওয়ামা, ১৯ মার্চ (হি.স.) : শনিবার পুলওয়ামা জেলার অবন্তিপোরা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত বিহারের আরেক শ্রমিক রবিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এখন মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
বিহারের গুলজার আনসারির ছেলে মুনিব আনসারি রবিবার শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, এক পুলিশ কর্তা জানিয়েছেন। উল্লেখ্য, শনিবার সকালে অবন্তীপোরা এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে যায়। এই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। চারজনই বিহারের বাসিন্দা এবং বহু যাত্রী আহত হয়েছেন।