নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.) : রবিবার সকালে সরগরম রাজধানী দিল্লি। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাড়িতে হাজির দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিকরা। প্রাথমিকভাবে পুলিশ সূত্রের খবর, ভারত জোড়ো যাত্রা চলাকালীন একটি বিতর্কিত মন্তব্য নিয়ে রাহুলকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ।
রবিবার সকাল থেকে রাহুলের দিল্লির বাসভবনে পুলিশের বিশাল বাহিনী রীতিমতো পাহারা দিচ্ছে। সেই বাহিনীর নেতৃত্বে রয়েছেন দিল্লির স্পেশ্যাল কমিশনার সাগরপ্রীত হুডা। তিনি জানিয়েছেন, এর আগে ১৫ মার্চ রাহুলকে নোটিস দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেদিন ৩ ঘণ্টা অপেক্ষা করার পর পুলিশকে ফিরে যেতে হয়। ১৬ মার্চ তাঁকে নোটিস দেওয়া হয়েছে। শ্রীনগরে যাত্রা শেষে তিনি যে মহিলাদের কথা উল্লেখ করেছেন, আমরা শুধু তাঁদের সম্পর্কে জানতে চাই, যাতে তাঁদের সুবিচার পাইয়ে দেওয়া যায়। দিল্লি পুলিশ সূত্রে খবর, এখনও রাহুলের সঙ্গে কথা বলতে পারেননি আধিকারিকরা।
ভারত জোড়ো যাত্রার শেষে শ্রীনগরে দাঁড়িয়ে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, দীর্ঘ যাত্রাপথে বহু মহিলা তাঁর কাছে অভিযোগ করেছেন, যে তাঁদের পরিবারের সদস্যদের কাছেই যৌন হেনস্তা বা ধর্ষণের শিকার হতে হয়েছে। কিন্তু লোকলজ্জার ভয়ে পুলিশে অভিযোগ করতে পারছেন না তাঁরা। কারণ পুলিশে অভিযোগ করলেই তাঁদের সম্মান নিয়ে টানাটানি হবে। দিল্লি পুলিশের বক্তব্য, কংগ্রেস সাংসদকে সেই মন্তব্যের ব্যখ্যা দিতে হবে। ঠিক কারা কারা রাহুলের কাছে এই ধরনের অভিযোগ করেছেন তাঁদের তালিকা দিতে হবে।

