হোজাই (অসম), ১৮ মার্চ (হি.স.) : শনিবার হোজাই জেলার লঙ্কায় বন্য হাতির আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক মহিলা । আহত মহিলার নাম আছমিনা খাতুন । লঙ্কার উধ্যালি ৮ নং নতুন বাজার এলাকায় আক্রমনের ঘটনাটি সংঘটিত হয় । শনিবার দুপুর একটার সময় ঘটানটি ঘটেছে বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে ।
জানা গেছে যে, ক্ষেত থেকে গরু আনতে যাওয়ার সময় তিন–চারটি বন্যহাতির এক দল আক্রমন করে আছমিনা খাতুনকে । এতে মাথায় এবং বুকে গুরুতর ভাবে আঘাত প্রাপ্ত হন । স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক থাকার কারনে হোজাইস্থিত হাম হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।